সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৬ ১৪:১৭

ফাইনালের টিকিট নিয়ে বিশৃঙ্খলা, পুলিশের লাঠিপেটা

এশিয়া কাপ ফাইনালের বাংলাদেশ-ভারত খেলার টিকেট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রোববারের (৬ মার্চ) এই খেলার টিকেট কিনতে মিরপুর ১০ নম্বর সেকশনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথে শনিবার সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। দুপুর ১২টায় টিকেট বিক্রি শুরুর কথা ছিল।

এর মধ্যেই ‘টিকেট নাই’ এবং ‘জাল টিকেট বিক্রি’ হচ্ছে গুজব ছড়ালে লাইনে দাঁড়ানো টিকেট প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “টিকেট বিক্রি শুরুর আগেই এক পর্যায়ে ব্যাংকে ইট নিক্ষেপ এবং সড়কে গাড়ি ভাংচুর শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে।”

কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

টেলিভিশনের ছবিতে পুলিশকে কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ‍ছুড়তে দেখা যায়। টিকেট প্রত্যাশীরা টিকেট বিক্রিতে নানা অনিয়মের অভিযোগও তুলেছেন।

আপনার মন্তব্য

আলোচিত