ক্রীড়া প্রতিবেদক

০৫ মার্চ, ২০১৬ ২১:৫৮

কেমন হতে পারে ফাইনালের টাইগার একাদশ?

দ্বিতীয়বারের মত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। জিততে পারলে তৈরি হবে ইতিহাস। দেশের ক্রিকেটের হাই-ভোল্টেজ ম্যাচে কেমন হতে যাচ্ছে টাইগার একাদশ?

ম্যাচের আগের দিনের রুটিন সংবাদ সম্মেলনে তা একেবারেই খোলাসা করেননি অধিনায়ক মাশরাফি। তবে আকারে ইঙ্গিতে আভাস পাওয়া গেছে একাধিক পরিবর্তন হতে যাচ্ছে রোববারের মহারণে।

ভারতীয় দলে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিক্যের কথা মাথায় নিয়ে আরাফাত সানিকে খেলানো হবেনা এটা অনেকটাই নিশ্চিত। তাঁর বদলে অফস্পিন করার জন্য নাসির হোসেন নাকি বাঁহাতি পেসার আবু হায়দার রনি এটা নিশ্চিত নয়।

তবে ভারতীয়রা যেহেতু স্পিনে বরাবরই ভাল সেটা মাথায় নিয়ে ফাইনালে বল করতে দেখা যেতে পারে আবু হায়দার রনিকে।

উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও ফাইনাল খেলছেন এখন পর্যন্ত তাই খবর। শনিবার চূড়ান্ত অনুশীলনে  বেশ খানিকটা সময় নিয়ে  উইকেটরক্ষক সোহানকে ক্যাচ অনুশীলন করিয়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালস্যাল। তিনি খেললে জায়গা হারাবেন মোহাম্মদ মিঠুন।

সেক্ষেত্রে মুশফিক কেবল ব্যাটসম্যান হিসবেই খেলবেন ফাইনাল ম্যাচ।

ফাইনালের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাশরাফি মুর্তজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনি।

আপনার মন্তব্য

আলোচিত