স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ, ২০১৬ ১১:০৬

ফাইনাল হারার কষ্ট চাপা দিয়ে ভারতে উড়াল দিলেন মাশরাফিরা

তাসকিনের ফেসবুক পেজ থেকে

দ্বিতীয়বারের মত এশিয়া কাপের ফাইনালে উঠে শিরোপার খুব কাছে গিয়েও শিরোপা বঞ্চিত হবার যন্ত্রণা নিয়ে ভাবার খুব বেশি সময় পেল না বাংলাদেশ।
মধ্যরাতে খেলা শেষ হবার পর খুব সকালেই দিল্লির ফ্লাইট ধরলেন মাশরাফিরা। টি/২০ বিশ্বকাপের প্রাথমিক পর্বে বাংলাদেশের প্রথম খেলা ৯ মার্চ হিমাচল প্রদেশের ধর্মশালায়।

নেদারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ নামার আগে খুব বেশি প্রস্তুতিরও সুযোগ নেই টাইগারদের।  

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ  নিতে ভারত রওয়ানা হওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় সাংবাদিকদের এ লক্ষের কথা জানান তিনি।

এরআগে সকাল সোয়া ৮টায় মাশরাফি বাহিনী ৬নং গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

মাশরাফি আরো বলেন, টি-টোয়েন্টিতে আমরা তেমন ধারাবাহিক ছিলাম না। কিন্তু সম্প্রতি দুটি বড় ম্যাচ জিতে আমাদের কনফিডেন্স বেড়েছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠা।

বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ভারতের উদ্দেশে জেট এয়ারওয়েজে করে ঢাকা থেকে দিল্লিতে উড়াল দেবেন টাইগাররা।


টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধর্মশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাই বলতে গেলে মাত্র এক দিন সময় পাচ্ছে বাংলাদেশ। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা পৌঁছাবেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত