স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৬ ০২:২৫

ইংরেজিতে রমিজ আর বাংলায় মুস্তাফিজের জবাব (ভিডিও)

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ তামিম ইকবালকে রমিজ রাজা ইংরেজিতে না পারলে উর্দুতে কথা বলার সেই আহ্বানকে ঔদ্ধত্যপূর্ণ আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল বাংলাদেশের মানুষ।

এবার সেই রমিজ রাজা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ মুস্তাফিজকে উর্দু কিংবা হিন্দিতে কথা বলার আহ্বান জানাতে পারলেন না, মুস্তাফিজ তার অভিব্যক্তি জানিয়ে দিলেন বাংলা ভাষায়।  

রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ৪ ওভারে ১টি মেডেন দিয়ে রান দিলেন মাত্র ৯টি। উইকেটও নিয়েছেন দুটি। এমন অসাধারণ বোলিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কার স্বভাবত মুস্তাফিজের।  

ম্যাচ শেষে তাই ম্যাচ সেরা হিসেবে ঘোষিত হলো মুস্তাফিজেরই নাম। এ সময় গ্যালারিতে উচ্চারিত হলো চিয়ার্স ধ্বনি। রমিজ রাজা নিজেও মুস্তাফিজকে অভিহিত করলেন, দ্য স্পেশাল ওয়ান নামে।

এরপর রমিজ রাজার হাত থেকে মাইক্রোফোন নিয়ে মুস্তাফিজ বাংলায় বললেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আজকের গেমটা অনেক ভালো হইছে। সবাই অনেক এনজয় করছে! সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।’  

তার আগ মুহূর্তে জয়ী দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার রমিজ রাজার সঙ্গে কথা বলতে গিয়ে মুস্তাফিজকে প্রশংসায় ভাসান। তবে একই সঙ্গে বলেন, ‘তার একটাই সমস্যা। সে ইংরেজি জানে না।’

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত