স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৬ ১৩:৩৩

মাথায় বল লেগে হাসপাতালে শ্রীলঙ্কার কুশল সিলভা

শর্ট লেগে ফিল্ডিং এর সময় মাথায় বল লেগে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল সিলভা।

রোববার(২৪ এপ্রিল) শ্রীলঙ্কার পাল্লেকেলের একটা অনুশীলন ম্যাচে এই ঘটনা ঘটেছে। হেলমেট পরেই ফিল্ডিং করছিলেন সিলভা। কিন্তু বলটা তাঁর হেলমেটের ঠিক নিচের দিকের অংশে লাগে। বছর খানেকের বেশি সময় আগে হিউজের মৃত্যুর পর হেলমেট নতুন করে নকশা করা হয়। নতুন হেলমেটে মাথার আঘাত থেকে রক্ষার জন্য বাড়তি সুরক্ষা ছিল। সিলভার সতীর্থরা জানাচ্ছেন, তিনি সে রকমই একটা হেলমেট পরে নেমেছিলেন। সেটার জন্যই আঘাতটা কম হয়েছে। নইলে আরও গুরুতর কিছু হতে পারত।

আঘাত লাগার পর কুশল সিলভা এক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।  সঙ্গে সঙ্গেই সিলভাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। পরে সিটি স্ক্যানে দেখা গেল গুরুতর কিছু হয়নি। তবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আগামী ৩ মে ইংল্যান্ডের সঙ্গে শুরু হচ্ছে সিরিজ। তার আগে দুই দিনের এই প্রস্তুতি ম্যাচে খেলছিলেন সিলভা। টেস্ট দলে তাঁর জায়গা পাওয়ারও কথা ছিল।

আপনার মন্তব্য

আলোচিত