স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০১৬ ২২:৪১

ভারতের সাথে সেই ম্যাচে হারের দুঃখ আজও ভুলতে পারেননি সাকিব

প্রায় দুই মাস হয়ে গেছে সেই মর্মান্তিক হারের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে এক রানে হারের দুঃখ এখনো ভুলতে পারেননি সাকিব আল হাসান। জিততে জিততেও শেষ ওভারে পরাজয়ের যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে।

২৩ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওই হার শুধু বাংলাদেশকে স্তব্ধ করে দেয়নি, বিস্মিত করেছিল ক্রিকেটবিশ্বকেও। জয়ের জন্য শেষ ওভারে ১১ রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিল মুশফিকুর রহিমের দুটি বাউন্ডারি। কিন্তু শেষ তিন বলে মাত্র দুই রানের লক্ষ্যপূরণ করতে পারেনি মাশরাফির দল। ওই তিন বলেই উইকেট হারিয়ে নাটকীয়ভাবে এক রানে হেরে যায় বাংলাদেশ।

সেই ‘ট্র্যাজেডি’র পর দুই মাস কেটে গেলেও তীরে এসে তরী ডোবার দুঃখে এখনো সাকিবের মন ভারাক্রান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেছেন, ‘ওই হার আজও আমাদের দুঃখ দেয়। আমি তো মনে করি আমরা দল হিসেবে বা জাতিগতভাবে ওই ম্যাচের কথা কখনো ভুলতে পারব না। আশা করি একদিন আমরা ভারতের বিপক্ষে এমন একটা ম্যাচ আবার খেলব আর জিতে গিয়ে দুঃখটা কিছুটা হলেও ভুলতে পারব। তবু ওই ম্যাচের দুঃসহ স্মৃতি ফিরে ফিরে আসবেই।’

সেদিন ঠিক কী হয়েছিল সেই ব্যাখ্যা সাকিবের কাছেও নেই, ‘কী হয়েছিল তা ব্যাখ্যা করা খুব কঠিন। রান তাড়া করা সব সময়ই কঠিন। কারণ সেই সময় ভীষণ দুশ্চিন্তা কাজ করে। যারা রান তাড়া করায় দক্ষ, তারা পরিকল্পনা করেই এগোয়। আমরা স্কোরবোর্ডের দিকে মনোযোগ দিতে পারিনি। কারণ তা দিলে আমাদের ওপর বাড়তি চাপ পড়ত।’

আপনার মন্তব্য

আলোচিত