স্পোর্টস ডেস্ক

৩০ মে, ২০১৬ ১৬:৩৬

আজ দেশে ফিরছেন মুস্তাফিজ

আজ রাতেই দেশে ফিরছেন আইপিএল মাতানো উদীয়মান তারকা মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে শিরোপা জিতেছেন কাটার মাস্টার। রোববার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়ার্নার-মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের অভিষেক ম্যাচ থেকে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই তরুণ প্রতিভা। দলের শিরোপা জয়ে রেখেছেন অনন্য ভূমিকা। আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন মুস্তাফিজ। পুরো টুর্নামেন্টে ১৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায়ও আছেন সেরা পাঁচে। ইকোনমি রেটে (৬.৯০) আছেন সবার শীর্ষে তিনি।

আসরের ২য় কোয়ালিফাইয়ারের একটি ম্যাচ বাদে সব কটি ম্যাচ খেলেন এই তরুন সেনসেশন।

আইপিএলে আগে থেকেই খেলছেন সাকিব আল হাসান। এবারের নিলামে নাম উঠেছিল মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের। কিন্তু মুস্তাফিজ ছাড়া এবার দল পাননি আর কেউই। নিলামে এক কোটি ৬১ লাখ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লেখান কাটার মাস্টার।

আপনার মন্তব্য

আলোচিত