ক্রীড়া প্রতিবেদক

১২ জুন, ২০১৬ ০১:৩৭

আলবেনিয়াকে হারিয়েছে সুইজারল্যান্ড

ইউরো-২০১৬

ইউরো ২০১৬-তে শুভসূচনা করেছে সুইজারল্যান্ড। প্রতিযোগিতায় অভিষিক্ত আলবেনিয়াকে হারিয়েছে তারা একমাত্র গোলে।

ফিফা র‌্যাংকিংয়ের পঞ্চদশ স্থানে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ৫০ মিনিটেরও বেশি সময় এক জন কম নিয়ে খেলতে হয় আলবেনিয়াকে। তবে গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি।

লঁসে শনিবার সন্ধ্যায় পঞ্চম মিনিটে মিডফিল্ডার জেরদান শাচিরির কর্নারে হেডে বল জালে জড়ান ডিফেন্ডার ফাবিয়ান সার।

৩৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলবেনিয়ার ডিফেন্ডার লরিক কানা। বিপজ্জনক জায়গার ফ্রি-কিক থেকে ব্লেরিম জেমাইলির শট পোস্টে লাগলে বেঁচে যায় ১০ জনে পরিণত হয় দলটি।

দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের চমৎকার দুটি সুযোগ নসাৎ করে দেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা আলবেনিয়ার গোলরক্ষক এত্রিত বেরিশা।

ইউরোর ইতিহাসে এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো দুই ভাইকে প্রতিপক্ষ দুই দলে খেলতে দেখল ফুটবল বিশ্ব। ম্যাচের শুরু থেকেই খেলতে নামেন আলবেনিয়ার মিডফিল্ডার তাউলান্ত জাকা আর সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকা।

শুক্রবার উদ্বোধনী দিনে হওয়া ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারায় স্বাগতিক ফ্রান্স।

আপনার মন্তব্য

আলোচিত