স্পোর্টস ডেস্ক

১৩ জুন, ২০১৬ ০২:০১

নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলে জিতল পোল্যান্ড

ইউরো-২০১৬

ইউরো চ্যাম্পিয়নশিপ ২০১৬-এর বাছাপর্বে টানা ১২ ম্যাচ অজেয় যাত্রার ইতি ঘটল নর্দান আয়ারল্যান্ডের। মূলপর্বে ‘সি’ গ্রুপের ম্যাচে একমাত্র গোলে তারা হেরেছে পোল্যান্ডের কাছে।

রোববার (১২ জুন) রাতে ফ্রান্সের নিসে ৫০তম মিনিটে করা আরকাডিউস মিলিকের গোলে এগিয়ে যায় পোল্যান্ড। জাকুব ব্লাসেসকোস্কির বাড়ানো বল মাটি কামড়ানো শটে নর্দান আয়ারল্যান্ড গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এ গোলটি যক্ষের ধনের মতো আগলে রেখে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পোলিশরা।

এ গোল দিয়েই ইতিহাসের পাতায় নিজের নামটি তোলেন মিলিক। ২২ বছর ১০৪ দিন বয়সে লক্ষ্যভেদ করে ইউরো চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন তিনি।

 ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় প্রথমবারের মতো ইউরোয় আসা নর্দান আয়ারল্যান্ডের। সতীর্থের নীচু হয়ে আসা ফ্রি কিকে অধিনায়ক স্টিভেন ডেভিস শেষ টোকা দিতে ব্যর্থ হলে হার নিয়ে ইউরো শুরু মোটামুটি নিশ্চিত হয়ে যায় দলটির।

আগামী বৃহস্পতিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে পোল্যান্ড। একই দিনে ইউক্রেনের বিপক্ষে লড়বে নর্দান আয়ারল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত