স্পোর্টস ডেস্ক

১২ জুন, ২০১৬ ১৪:৫৯

আজ ইউরো মিশন শুরু বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির

ফ্রান্স ও ইংল্যান্ডের খেলা হয়ে গেছে গত ইতিমধ্যে। ফেভারিটদের মধ্যে আজ রবিবার মাঠে নামছে জার্মানি।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ইউরোপের শিরোপা লড়াই শুরু করবে ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত ১টায় লিলেতে শুরু হবে 'সি' গ্রুপের ম্যাচটি।

এই গ্রপের অন্য ম্যাচে রবিবার উত্তর আয়ারল্যান্ডের ইউরো অভিষেক হবে। রবার্ত লেভানদোস্কির পোল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। এটি শুরু হবে রাত ১০টায় ।

গ্রুপ 'ডি'রও একটি ম্যাচ আছে। ক্রোয়েশিয়া ও তুরস্ক প্যারিসে নামবে পুরনো হিসেব চুকাতে। আট বছর আগে ইউরোর কোয়ার্টার ফাইনালে তুর্কিরা পেনাল্টিতে হারিয়েছিল ক্রোয়াটদের।

ইউরোর বাছাইয়ে আয়ারল্যান্ড ও পোল্যান্ডের কাছে হেরেছিল জার্মানি। ওই দুটো হার যে স্রেফ অঘটন ছিল, সেটাই প্রমাণ  করতে হবে জার্মানদের। দুই বছর আগে বিশ্বকাপ জেতার পর এই দলটি তাদের সত্যিকারের তেজ দেখাতে পারেনি।

অধিনায়ক বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ও গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ম্যাটস হুমলেস মাত্রই ইনজুরি থেকে ফিরেছেন। জার্মান কোচ যোয়াকিম লো'র জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের এক দশক পূর্ণ হবে ১০ জুলাই ইউরো'র ফাইনালের পর।

চতুর্থ ইউরোপিয়ান শিরোপা জয়ের মিশন প্রথম ম্যাচটা জিতেই শুরু করতে চান লো। ১৯৯৬ সালে শেষ শিরোপা জিতেছে তারা। 

আপনার মন্তব্য

আলোচিত