স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০১৬ ১৪:০৩

'শুধু জানতাম দৌড়াতে হবে, পৌঁছাতে হবে মেসির কাছে'

মেক্সিকো থেকে আমেরিকায় আসা সাধারণ এক কিশোর ডেভিড কার্ডিনাস। অন্য সবার মতোই চলছিল তার দিনকাল, কিন্তু এখন সে বন্ধুদের কাছে রীতিমতো সেলিব্রেটি! কারণ সেদিন শিকাগোতে মেসির হ্যাটট্রিকের পর ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে এই ডেভিডই দৌড়ে এসে তার গায়ে জড়ানো জার্সিতে মেসির অটোগ্রাফ নিয়েছিলেন।

'আমি অনেক দিন ধরেই এই পরিকল্পনা করেছিলাম। অর্থ জমিয়ে ওই ম্যাচের টিকিট সংগ্রহ করি এবং ম্যাচের সারাক্ষণ চিন্তা করি কীভাবে আমার স্বপ্নের নায়কের সামনে পৌঁছাতে পারব। এরপর সুযোগ পেতেই নিরাপত্তারক্ষীদের ফাঁক গলিয়ে দৌড় মারি। তখন আমার মাথায় অন্য কোনো চিন্তা ছিল না, শুধু জানতাম দৌড়াতে হবে, পৌঁছাতে হবে মেসির কাছে।' স্প্যানিশ দৈনিক মার্কায় এভাবেই নিজের অনুভূতির কথা জানায় ডেভিড।

'নিরাপত্তারক্ষীরা খুব কঠোর, কিন্তু মেসি তাদের থামিয়ে আমাকে কাছে ডেকে নেন। আমি এই স্মৃতি কোনো দিন ভুলব না। যখন আমি বিয়ে করব হয়তো আমার স্ত্রীও আমাকে হিংসা করবে এই বলে যে, আমি মেসির সঙ্গে দেখা করতে পেরেছিলাম।'

ডেভিড কৃতজ্ঞতা জানান আগুয়েরোকেও। 'আগুয়েরো এসেও আমার ফোন চেয়ে সেলফি তোলেন। তিনিই নিরাপত্তা রক্ষীদের বলে দেন, আমার সঙ্গে যেন বাজে কিছু না করা হয়।'

আপনার মন্তব্য

আলোচিত