স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০১৬ ১৮:১১

অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা চাইলেন তামিম

আম্পায়ারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা চাইলেন আবাহনীর ওপেনার তামিম ইকবাল। তামিম জানালেন, ওই ঘটনার জন্য তিনি অনুতপ্ত।

গত রোববার সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে সুপার লিগের প্রথম রাউন্ডে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে তামিম ইকবাল আম্পায়ারদের সাথে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালে মাঠ ছেড়ে চলে যান আম্পায়াররা। এতে মাঝপথেই স্থগিত হয়ে যায় ম্যাচটি। 

কেন এমনটা করা হলো? তামিম জানালেন ভিন্ন ইস্যু। আম্পায়াররা নাকি অসুস্থ ছিলেন!

তামিম ইকবাল বলেন, ‘আমি জানি না যে আসল ঘটনা কি? ম্যাচ রেফারির রিপোর্টে কোনো দল, ক্রিকেটার কিংবা সমর্থকদের উশৃঙ্খলার ব্যাপারে কিছু লেখা ছিল না। সেখানে লেখা হয়েছে যে আম্পায়ার অসুস্থ্য। দুজন আম্পায়ারই অসুস্থ হওয়ায় খেলা স্থগিত করা হয়েছে!’

তামিম ইকবালের সঙ্গে আম্পায়ারের কথা চালাচালি হয়েছে, এ ঘটনা সত্য। সেটা স্বীকার করলেন তামিমও। এর জন্য ক্ষমা চেয়ে জাতীয় দলের তারকা এই ক্রিকেটার বলেন, ‘প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা চাইছি। অনেক শিশু ও তরুণ আমাকে মডেল হিসেবে ভাবে। তাই এ ধরনের আচরণ আমার জন্য মানায় না। ওই ঘটনার জন্য আমি অনুতপ্ত। আমি মনে করি, এটা করা আমার মোটেই উচিত হয়নি।’

আপনার মন্তব্য

আলোচিত