স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০১৬ ০১:৫৫

ইউক্রেনের বিপক্ষে নর্দার্ন আয়ারল্যান্ডের দারুণ জয়

ইউরো-২০১৬

ইউরো-২০১৬ ফুটবলে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। এর ফলে নক-আউট রাউন্ডের লড়াইয়ে টিকে রইলো তারা।

‘সি’ গ্রুপে ইউক্রেন ও নর্দার্ন আয়ারল্যান্ডের ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য। ম্যাচের ১৩ মিনিটে গোলের প্রথম সুযোগ পায় নর্দার্ন আয়ারল্যান্ড। কেনোর ওয়াশিংটনের দূরপাল্লার শট অল্পের জন্য বার পোস্টে বাম পাশ দিয়ে বেরিয়ে গেলে গোল বঞ্চিত হয় তারা।

তিন মিনিট বাদেই পাল্টা আক্রমণে ইউক্রেন। তবে সিদরচাকের ডান পায়ের নেওয়া জোরালো শট বার পোস্টে অনেক উপর দিয়ে মাঠের বাইরে গিয়ে আছড়ে পড়ে।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ম্যাকআউলি’র গোলে লিড পায় নর্দার্নরা। তবে খেলার পুরোটা সময় জুড়ে ছিলো ইউক্রেনের আধিপত্য।

পিছিয়ে পড়া ইউক্রেন গোল শোধের জন্য একের পর এক আক্রমণ চালিয়েও খেলায় সমতা ফেরাতে পারেনি।

বরং ইনজুরি টাইমের শেষ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে নর্দার্ন আয়ারল্যান্ডের ২-০’র জয় নিশ্চিত করেন ম্যাকগিন।

প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে হারা আয়ারল্যান্ড এই জয়ে টিকে রইলো লড়াইয়ে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে ইউক্রেন।

‘বি’ গ্রুপে ওয়েলসের কাছে গোল খেয়ে পিছিয়ে পড়া ইংল্যান্ড শেষ পর্যন্ত পেয়েছে ২-১’র জয়। গ্যারেথ বেল’র গোলে এগিয়ে গিয়েছিলো ওয়েলস।

ইংল্যান্ডকে  সমতায় আনে জেমি ভাণ্ডির গোল।  ইনজুরি টাইমে ড্যানিয়েল স্টোরেজ’র গোলে দারুণ এক জয় পায় ইংল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত