স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০১৬ ০১:৫৪

ডিপিএলের শেষ দুই রাউন্ডে শিরোপার লড়াইয়ে চার দল

জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ। ৪ পয়েন্টের ব্যবধান নিয়ে শেষ দুই রাউন্ডে হাড্ডাহাড্ডি শিরোপা লড়াই হবে চার দলের মধ্যে। উত্তেজনাপূর্ন হতে যাওয়া শেষ দুই রাউন্ডের সূচি ঘোষণা করেছে লিগের আয়োজক-ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সূচি অনুযায়ী ২০ ও ২২ জুন অনুষ্ঠিত হবে শেষ দুটি রাউন্ডের (চতুর্থ ও পঞ্চম) খেলা।

তৃতীয় রাউন্ড শেষে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী লিমিটেড। তৃতীয় অবস্থানে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মূলত এ চারটি ক্লাবের মধ্যেই হবে শিরোপার লড়াই। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে হেরে শিরোপা-স্বপ্ন শেষ হয়ে গেছে মোহামেডান ও প্রাইম ব্যাংকের।

আবাহনীর শেষ দুটি ম্যাচের একটি বিকেএসপিতে। অন্যটি রাখা হয়েছে মিরপুরে। চলমান লিগে এ নিয়ে অর্ধেকেরও বেশি ম্যাচ (৮টি) বিকেএসপিতে খেলার সুযোগ পাচ্ছে দলটি। ২০ জুন বিকেএসপিতে তাদের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় ভিক্টোরিয়ার প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

২২ জুন শেষ রাউন্ডে মিরপুরে আবাহনীর বিপক্ষে খেলবে প্রাইম ব্যাংক। ফতুল্লায় মুখোমুখি হবে মোহামেডান-ভিক্টোরিয়া। আর বিকেএসপিতে রূপগঞ্জের বিপক্ষে খেলবে দোলেশ্বর।

পয়েন্ট টেবিলের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আবাহনী-দোলেশ্বর স্থগিত ম্যাচটি। আগামীকাল (১৯ জুন) বিসিবির বোর্ড মিটিংয়ে ম্যাচটির ভাগ্য নিয়ে সিদ্ধান্ত হবে। যেখান থেকে ম্যাচটি শেষ হয়েছিল সেখান থেকে শুরু হলে দোলেশ্বরের ঝুঁলিতে যেতে পারে দুটি পয়েন্ট। বিকেএসপিতে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের বাজে আচরণের কারণে আম্পায়াররা খেলা বন্ধ করার আগে ৪৫ ওভারে ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলে দোলেশ্বর।


শেষ দুই রাউন্ডের সূচি:

চতুর্থ  রাউন্ড:

২০ জুন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব-প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (ফতুল্লা)

২০ জুন: মোহামেডান স্পোর্টিং ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর)

২০ জুন: আবাহনী লিমিটেড-লিজেন্ডস অব রূপগঞ্জ (বিকেএসপি-৩)

পঞ্চম রাউন্ড:

২২ জুন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব-মোহামেডান স্পোর্টিং ক্লাব (ফতুল্লা)

২২ জুন: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ (বিকেএসপি)

২২ জুন: আবাহনী লিমিডেট-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর)

আপনার মন্তব্য

আলোচিত