স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০১৬ ০২:০১

এগিয়ে থেকেও জিততে পারল না আইসল্যান্ড

শক্তিমত্তায় এগিয়ে থাকা হাঙ্গেরিকে ভড়কে দিয়ে গোল করে এগিয়ে গিয়েহিল আইসল্যান্ড। তবে লীড ধরে খেলা শেষ করতে পারেনি তারা। নিজেদের ভুলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

শনিবার  ইউরো কাপের আসরে অপেক্ষাকৃত শক্তিশালী হাঙ্গেরির বিপক্ষে এগিয়ে থেকেও আত্মঘাতী গোলের কারণে দুর্ভাগ্যজনকভাবে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

পুরো ম্যাচে হাঙ্গেরি যেখানে নিজেদের নিয়ন্ত্রণে ৭১ শতাংশ বল ধরে রেখেছিল, সেখানে আইসল্যান্ডের ফুটবলারদের পায়ে বল ছিল মাত্র ২৯ শতাংশ। তবু কাজের কাজ গোল পেয়ে জয়ের স্বপ্ন দেখছিল তারা।
ম্যাচের প্রথমার্ধে পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে লিড নেয় আইসল্যান্ড। খেলার ৪০ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেওয়া একমাত্র গোলটি করেন দূরপাল্লার গতিসম্পন্ন শট নেওয়ার কারিগর সিগার্ডসন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে আত্মঘাতী গোলের কারণে সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় আইসল্যান্ডকে।

গ্রুপ ‘এফ’ এর এই ম্যাচের পর দুই ম্যাচ খেলা হাঙ্গেরির এক জয় আর এক ড্র’তে পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৪, যেখানে দুই ম্যাচের দুটিতেই ড্র করা আইসল্যান্ডের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে দুইয়ে।

আপনার মন্তব্য

আলোচিত