স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০১৬ ০০:০০

বাংলাদেশের কোচ হতে আগ্রহী সেইন্টফিয়েট

বেলজিয়ামের টম সেইন্টফিয়েট (৪৩) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

বেলজিয়ামের ফুটবল ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সি (২৪বছর) কোচ। খেলোয়াড়ি জীবনে খেলেছেন মিডফিল্ডার পজিশনে।

তবে খেলোয়াড়ি ক্যারিয়ারের চেয়ে কোচ হিসেবে ক্যারিয়ার তার বেশ সমৃদ্ধ। তিনি ২০০৪ সালে কাতার, ২০০৮-২০১০ সাল পর্যন্ত নামিবিয়া, ২০১০ সালে জিম্বাবুয়ে, ২০১২-১৩ ইয়েমেন এবং ২০১৫-১৬ সালে টগোর জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোচ হওয়ার বিষয়টি এখন নির্ভর করছে টমের সাথে বাফুফের আলোচনার উপর।

বৃহস্পতিবার এই বেলজিয়ান কোচ আরামবাগ ও টিম বিজেএমসির মধ্যকার সেমিফাইনাল ম্যাচ দেখেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসে। বাংলাদেশের ফুটবল নিয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নতি সম্ভব, তবে তার জন্য সময় প্রয়োজন।

 

আপনার মন্তব্য

আলোচিত