ক্রীড়া প্রতিবেদক

২৭ জুন, ২০১৬ ১১:৪৮

‘জাতীয় দল আমার জন্য নয়’, অবসরের ঘোষণায় মেসি

কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে তার টাইব্রেকার মিসের পর আর্জেন্টিনা হেরে যাওয়ায় হতাশা থেকে অবসরের ঘোষণায় আর্জেন্টাইন সুপার স্টার মেসি  বলেন, "জাতীয় দল আমার জন্য নয়। ড্রেসিং রুমে ফিরেই ভাবলাম এখানেই ইতি"।

সোমবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চিলি। নির্ধারিত সময়ের গোল শূন্য থাকার পর অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কোন দল। শেষে টাইব্রেকারে গড়ায় দক্ষিণ ও মধ্য আমেরিকার শ্রেষ্ঠ হবার এ লড়াই।

টাইব্রেকারের চিলির আলভিরো ভিদাল প্রথম শট মিস করেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বার্সোলনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনার প্রথম শট নিতে এসে বল উড়িয়ে মারেন আকাশের দিকে। এর রেশ ধরেই টাইব্রেকারে হেরে যায় ২৩ বছর বড় কোন শিরোপা জিততে না পারা আর্জেন্টিনা।

আরও পড়ুন- টাইব্রেকারে সেই মেসিই বল উড়িয়ে দিলেন আকাশে!(ভিডিও)



আপনার মন্তব্য

আলোচিত