
১৮ মার্চ, ২০১৫ ২১:২১
বিশ্বকাপে ম্যাচ শুরুর আগে নিজ নিজ দেশের জাতীয় সংগীত গেয়ে খেলা শুরু করেন খেলোয়াড়েরা । উদ্দেশ্যে দেশপ্রেম জাগ্রত করে সর্বোচ্চ নিংড়ে নিয়ে লড়াই করা ।
অনেক অমিলের মধ্যে এক্ষেত্রে কাল বাংলাদেশ-ভারত দুদলের ক্ষেত্রেই অন্তত একটি বিষয় মিল থাকবে । আর সেটি ঘটবে শুরুতেই । কারণ দুদেশেরই যে জাতীয় সংগীতের রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ।
কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ মহারণে মাশরাফি-সাকিবরা গাইবেন ‘আমার সোনার বাংলা’, ধোনি-কোহলিরা গাইবেন ‘জনগণমন’। মাঠে কিংবা মাঠের বাইরে টেলিভিশন সেটের সামনে নিশ্চয়ই আরও কোটি কোটি মানুষ সুর মেলাবেন দুটি দেশের জাতীয় সংগীতের সুরে। ভাসবেন আবেগে।
আর এভাবেই এমসিজিতে সবার কণ্ঠে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুর! বাংলা সাহিত্যের একমাত্র নোবেল বিজয়ী এই কবি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ‘আমার সোনার বাংলা’ লেখেন ১৯০৫ সালে। আর ‘জনগণমন’ লেখেন ১৯১১ সালে।
আপনার মন্তব্য