নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০১৫ ২২:০১

বিজয় প্রত্যাশায় এমসিজির দিকে তাকিয়ে পুরো জাতি

সারাদেশ উত্তেজনায় কাঁপছে । সবার অধীর অপেক্ষা কখন সকাল হবে । কখন টস করতে নামবেন মাশরাফি । বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ এটি।
বিশ্বকাপে আগেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অভিজ্ঞতা আছে টাইগারদের তবে নকআউট রাউন্ডে এবারই প্রথম । দেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে মাশরাফি বলেছিলেন
দলকে কোয়ার্টার ফাইনালে তুলবেন তারা। সে কথা রেখেছেন । তবে এমন দাপটের সাথে রেখেছেন যে দেশবাসীর প্রত্যাশা আর আবেগ বেড়ে গেছে কয়েকগুণ । না হলে কি বর্তমান চ্যাম্পিয়ন ও এই টুর্নামেন্টে এ পর্যন্ত সবগুলো ম্যাচ জেতা ভারতের সাথে বাংলাদেশ জিতবেই এমন শক্ত বিশ্বাস করতে পারেন সকলে ? খেলায় জয় পরাজয় আছে । ঘটতে পারে যেকোনো কিছুই । কিন্তু সাকিব-মুশফিক-মাশরাফিদের প্রতি এই বিশ্বাস জানান দিচ্ছে বাংলাদেশ এখন বদলে যাওয়া শক্তির নাম । বিগত কিছুদিন থেকে রাজনৈতিক অস্থিরতায় নাকাল দেশের মানুষ যেন ক্রিকেটের মধ্যেই ফিরে পেয়েছেন স্বস্তির নিঃশ্বাস ।  ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে শেষ আটে পা রাখা টাইগারদের জন্য তাই গলা ফাটাতে প্রস্তুত সব শ্রেণী পেশার , সব বয়সী মানুষ  ।  একটা জয় চাই, একটা জয়ই যেন পাল্টে দেবে অনেক কিছু ।

পাড়া মহল্লা, হাটে বাজারে, গ্রামে গঞ্জে এই মুহূর্তে ক্রিকেট ছাড়া কোন আলাপ খুঁজে পাওয়াই দুষ্কর । কেউ জল্পনা করছেন একাদশ নিয়ে , কেউ চিন্তা করছেন টস জিতলে কি করলে ভালো হবে ব্যাটিং নাকি বোলিং ?  চলছে খেলার দেখার নানান প্রস্তুতি , হচ্ছে পতাকা মিছিল । পারলে যেন সবাই মাঠে নেমে প্রিয় দেশকে জিতিয়ে দিয়ে আসেন । তবে মাঠে নেমে যারা জেতানোর দায়িত্ব পেয়েছেন সে ১১ বাঙ্গালী  নিশ্চয়ই এই আবেগ টের পাচ্ছেন । পাচ্ছেন সর্বোচ্চ নিংড়ে দেয়ার অনুপ্রেরণা । ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনেক দিন থেকেই সমীহ জাগানিয়া দল । একবারে ভিন্ন কন্ডিশনে এই বিশ্বকাপের পারফরম্যান্সের পর গুটিকয়েক ছিন্দ্রানেষী ছাড়া বাংলাদেশের প্রশংসা  করতে বাকি রাখেন নি ক্রিকেট-বোদ্ধারা ।

গতকাল সাকিব জানিয়ে গেছেন- ভয়ডরহীন ক্রিকেট খেলবেন তারা । মাশরাফি বলেছেন - রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করবেন । এরপর আসলে আর কোন কথা থাকে না ।  বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ নির্ভার থেকে আক্রমণাত্মক খেলুক । চাপ নেয়ার কোন দরকার নেই । সব চাপ তো ভারতের । ভারত শিরোপা ধরে রাখার মিশনে এসেছে । ফাইনালের আগে পরাজয় মানেই তাঁদের ব্যর্থতা । সেখানে বাংলাদেশের হারানোর কিছুই নেই আছে শুধু পাওয়ার ।

মেলবোর্নে বৃষ্টির একটা পূর্বাভাস আছে । তা যদি না হয় তাহলে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ডে আর মাত্র কয়েকঘন্টা পরই হয়তো জানা যাবে কি হতে যাচ্ছে।  

 

আপনার মন্তব্য

আলোচিত