সিলেটুডে স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৫ ০৯:০২

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেষ চারে উঠার লড়াইয়ে টসে জয় লাভ করে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ব্যটিং করার সিদ্ধান্ত নিয়েছেন । ফলে জিততে হলে রান তাড়া করতে হবে মাশরাফির দলকে । গুরুত্বপূর্ন এই ম্যাচে বাংলাদেশ দলে একটাই পরিবর্তন তাইজুলের জায়গায় বিশ্রাম শেষে ফিরেছেন অধিনায়ক মাশরাফি। 

বাংলাদেশ একাদশঃ তামিম, ইমরুল, সৌম্য, রিয়াদ, মুশফিক, সাকিব, সাব্বির, নাসির, মাশরাফি, রুবেল ও  তাসিকন

ভারত একাদশঃ শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাত কোহলি, আজাঙ্কা রাহানে , সুরেশ রায়না , এমএস ধোনী, রবীন্র জাদেজা, রবীচন্দ্র অশ্বীন , মোহাম্মদ শামি,  মোহিত শর্মা , উমেশ যাদব

আপনার মন্তব্য

আলোচিত