স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট, ২০১৬ ০১:৫২

বাংলাদেশের সফল আয়োজনের ইতিহাস বিবেচনায় নেবে ইংল্যান্ড

ক্রিকেটের জন্য বরাবরই বাংলাদেশ নিরাপদ ভেন্যু। সেই ১৯৯৮ সাল থেকে বড় বড় অনেক বিশ্ব আসর আয়োজন করেছে সফলভাবে। বিরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতেও এখানে কখনোই ক্রিকেটে সমস্যা হয়নি।

তবে গত ১ জুলাই গুলশানের হোলি আর্টিজেন রেস্তুরায় হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দলের আসন্ন সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কা নিরিক্ষা করতে ইংলিশ নিরাপত্তা দল এখন ঢাকায়। বিসিবি তাদের আশ্বাস দিচ্ছেন পূর্বের ইতিহাস মনে করিয়ে।

নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও কোনো ঝামেলা ছাড়াই এশিয়া কাপ টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ। তরুণদের বিশ্বকাপে অংশ নেওয়া ইংল্যান্ড সেই আসর বাংলাদেশের সফলভাবে আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখেছে।

বুধবার তিন দিনের সফরে বাংলাদেশে আসা ইংল্যান্ডের তিন সদস্যের নিরাপত্তা দল বৃহস্পতিবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের অন্যতম ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। দলের সদস্য ইসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার জানালেন, তাদের সফর পু্রোপুরি রুটিন কাজ।

“আমাদের দলের সফরের আগে সব দেশে যাওয়া আমাদের রুটিন। আমরা সব ফ্যাসিলিটিজ, হোটেল, ক্রিকেট মাঠ দেখতে এসেছি। নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করতে এসেছি।”


বাংলাদেশে আসার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়েছে নিরাপত্তা দলের। শুক্রবার চট্টগ্রামে যাবেন তারা। স্বাভাবিকভাবেই চলতি সফরে ইংল্যান্ড দলের আসা না আসা নিয়ে কিছু বলতে চাননি কার। তিনি জানান, ফিরে গিয়ে ইসিবির সঙ্গে বসবেন তারা, এর পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

সব ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া বিসিবি সফর নিয়ে খুবই আশাবাদী।

আপনার মন্তব্য

আলোচিত