স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ০৩:৪৭

সুয়ারেসের হ্যাটট্রিকে বার্সার জয়

রিয়াল বেতিসকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচে লুইস সুয়ারেজ হ্যাটট্রিক করেছেন। এছাড়াও লিওনেল মেসি করেছেন দুই এবং আরদা তুরান করেছেন একটি গোল।

শনিবার কাম্প নউয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় বল জালে পাঠান তুরান। চার মিনিট পর প্রায় একই রকম আরেকটি গোল পেতে যাচ্ছিল স্বাগতিকরা। সেবার ঠিক মতো শট নিতে পারেননি তুরান।

২১তম মিনিটে খেলার ধারার বিপরীতে সমতা ফেরায় বেতিস। জোরাল ফ্রি-কিক থেকে বল জালে পাঠান রুবেন কাস্ত্রো। বাঁ দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ঠেকাতে পারেননি গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

৩০তম মিনিটে মেসির জোরাল শট ক্রসবারে লাগলে নষ্ট হয় আরেকটি দারুণ সুযোগ। সাত মিনিট পর ২০১৭-১৬ মৌসুমে লিগে গোলের খাতা খোলেন মেসি। ডি-বক্সের বাইরে একটু জায়গা পেয়েই ডিফেন্ডারদের মাঝ দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে দলকে এগিয়ে নেন তিনি।

৪২তম মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান বাড়ান সুয়ারেস। সের্হি রবের্তোর কাছ থেকে বল পেয়ে প্রথম স্পর্শে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি।

৫৬তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের অসাধারণ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে তাকে দেন তুরান। কিছুটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন মেসি।

৮১তম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেস। সরাসরি ফ্রি-কিক থেকে বার্সেলোনার হয়ে এটাই সুয়ারেসের প্রথম গোল।

৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান কমান কাস্ত্রো।

আপনার মন্তব্য

আলোচিত