স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৫৯

ব্রাজিলের জয়রথ অব্যাহত, হোঁচট খেল আর্জেন্টিনা

অলিম্পিকে সোনা জয়ের পর নেইমার জাদুতে ভর করে থেকে দুর্দান্ত গতিতে ছুটছে ব্রাজিল। নেইমারের দেওয়া জয়সূচক গোলে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এবার কলম্বিয়াকে ২-১ হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের মানাউসের আমাজোনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেও ২-১ গোলে জেতে স্বাগতিকরা।

পাঁচ দিন আগে একুয়েডরকে ৩-০ গোলে হারানো দলের একাদশই নামান নতুন কোচ তিতে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তার শিষ্যরা। নেইমারের কর্নারে মার্কার কার্লোস বাক্কাকে ফাঁকি দিয়ে লাফিয়ে কোনাকুনি হেডে বল জালে পাঠান মিরান্দা। দেশের হয়ে ইন্টার মিলানের ডিফেন্ডারের এটাই প্রথম গোল।


ব্রাজিল জিতলে হোঁচট খেয়েছে মেসির আর্জেন্টিনা।  পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ে হারতে বসেছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি।

আক্রমণভাগে তারকাদের ছাড়া খেলতে নেমে শুরু থেকেই ভুগতে হয় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথম সাত রাউন্ডের একটিতেও জিততে না পারা ভেনেজুয়েলা উল্টো পরীক্ষায় ফেলে আর্জেন্টিনার রক্ষণকে।

৩৫তম মিনিটে চমৎকার এক গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। বাঁ দিক দিয়ে কয়েক জন খেলোয়াড়ের মধ্যে একটু আড়াআড়ি দৌড়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে ডান পোস্ট দিয়ে বল জালে জড়ান হুয়ান পাবলো আনোর।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে সে যাত্রায় দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে আর্জেন্টিনাকে গোল খাওয়া থেকে বাঁচান ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার পাবলো সাবালেতা।  

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভেনেজুয়েলা। ডি-বক্সের ভেতরে বাঁ দিক থেকে ফরোয়ার্ড সলোমোন রনদোনের পাস পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন হোসেফ মার্তিনেস। আগেভাগেই বাঁয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সের্হিও রোমেরোর কিছুই করার ছিল না।

পাঁচ মিনিট পর ব্যবধান কমিয়ে আর্জেন্টিনাকে লড়াইয়ে ফেরান লুকাস প্রাতো। তার প্রথম শট প্রতিপক্ষের পায়ে লাগার পর ফিরতি বল ধরে গোলরক্ষককে পরাস্ত করেন আতলেতিকো মিনেইরোর এই ফরোয়ার্ড।

৮৩তম মিনিটে আনহেল দি মারিয়ার কর্নার ছয় গজ বক্সের মধ্যে পেয়ে ভলিতে দলকে সমতায় ফেরান নিকোলাস ওতামেন্দি।

আপনার মন্তব্য

আলোচিত