স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৭

পরীক্ষা ভালো হয়েছে তাসকিন ও সানির, কোচের সন্তুষ্টি

বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়া শেষে এখন ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। ফলাফল পাওয়ার আগে অবশ্য দুই শিষ্যের পরীক্ষায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিসবেনের ক্রিকেট সেন্টারে আইসিসি অনুমোদিত বায়োমেকানিক ল্যাবে পরীক্ষা দিয়েছে তাসকিন ও আরাফাত সানি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন পেসার তাসকিন। এর কয়েক ঘন্টা পর সকাল ১০ টার দিকে ক্যামেরা ও বিশেষজ্ঞদের সামনে পরীক্ষা দেন সানি। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে।

পরীক্ষার পর কোচ ও দুই বোলারের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান। তিনি জানান, দুই বোলার ও কোচ জানিয়েছেন, পরীক্ষা ভালো হয়েছে। অবৈধ বোলিং অ্যাকশনের দায় কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে আশাবাদী দুই বোলারই।

বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য গত ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যান তাসকিন ও সানি।

 

আপনার মন্তব্য

আলোচিত