ক্রীড়া প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৬ ১৫:৫৮

প্রতিপক্ষের ২০ উইকেট নিয়ে কখনও হারেনি বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড যাই থাকুক না কেন, টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ যখন প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছে তখন কখনও হারেনি টাইগাররা।

বাংলাদেশের খেলা ৯৩টি টেস্টের ১৪৪ ইনিংসে বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এর মধ্যে মাত্র ৬১ বার প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছে বাংলাদেশ। আর মাত্র ৮টি টেস্টে প্রতিপক্ষকে দুবার অলআউট করতে পেরেছে বাংলাদেশ।

দুইবার অলআউট করা প্রতিপক্ষের ছয়টি জিম্বাবুয়ে আর দুটি ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দলগুলোর মধ্যে দুবার অলআউট হওয়া প্রথম দল ইংল্যান্ডই।

যে কয়বার প্রতিপক্ষকে দুই বার অলআউট করেছে, কোনটিতেই হারেনি বাংলাদেশ। এর মধ্যে সাতটি জয় আর একটিতে ড্র।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে কি পারবে অতীতের পুনরাবৃত্তি করতে? এ টেস্টে বাংলাদেশ ইংল্যান্ডকে দুই ইনিংসেই অলআউট করেছে।

এদিকে, চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের গ্রেনাডা টেস্টে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত