ক্রীড়া প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০১৬ ১২:২৬

উদযাপন ফেলে হতাশায় ভেঙে পড়া সাব্বিরকে টেনে তুললেন ব্রড

শেষ দিনে ৩৩ রান দরকার। হাতে দুই উইকেট। তবু আশায় ছিল বাংলাদেশ। কারণ উইকেটে ৫৯ রান করে অপরাজিত ছিলেন সাব্বির রহমান।

পঞ্চম দিনে আরও ৫ রান করেছেন তিনি। আউট হননি, অপরপ্রান্তে দাঁড়িয়ে দুই টেল এন্ডারের আউট হওয়া দেখতে হয়েছে তাকে।

৬৪ রানে অপরাজিত থেকেও সাব্বির তাই বাংলাদেশকে জেতাতে পারলেন না। দুই টেল এন্ডারকে স্ট্রাইক না দিয়ে আগলে রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার সুযোগ হাতছাড়া হল তাঁর। জয় থেকে মাত্র ২৩ রান দূরে থাকতে হারার পর হতাশায় মাঠেই মাথা নুইয়ে বসে রইলেন তিনি।

এদিকে রোমাঞ্চকর জয় পেলে উল্লসিত ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হেমন্তের সকাল তাদের উদযাপনের শব্দে মুখরিত। কিন্তু সতীর্থদের উদযাপন ফেলে একজন এগিয়ে এলেন সাব্বিরের দিকে। এই ইনিংসে ইংলিশদের পক্ষে দারুণ বল করা স্টুয়ার্ট ব্রড হতাশায় মুষড়ে পড়া সাব্বিরকে টেনে তুললেন। সান্ত্বনা দিলেন।

রোমাঞ্চকর টেস্টে ফলাফলের চেয়ে এমন দৃশ্যই আসলে বড় হয়ে যায়। আগের দিন এই ইংলিশ পেসার বলেছিলেন এটি তাঁর জীবনের সেরা ৫ রোমাঞ্চকর টেস্টের একটি। পারফর্ম্যান্সের সাথে খেলোয়াড়সুলভ মানসিকতা দিয়েও ব্রডকে মনে রাখবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত