ক্রীড়া প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০১৬ ১৬:৫০

অনন্য উচ্চতায় মেহেদি হাসান মিরাজ

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ম্যাচে ১০ এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মেহেদি হাসান মিরাজ। এর মাধ্যমে টেস্ট ক্রিকেট ইতিহাসে অনন্য এক উচ্চতায় পৌঁছালেন এ অফ-স্পিনার। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন ১২ উইকেট। 

রোববার (৩০ অক্টোবর) মেহেদির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ব্যাটিং তাসের ঘরের মত উড়ে যায়। বাংলাদেশ জয় পায় ১০৮ রানের বিশাল ব্যবধানে। 

ইংল্যান্ডের দিকে বাংলাদেশের ২৭৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেওয়ার পর চা বিরতির পর স্পিন ভেল্কি দেখান এ অফ-স্পিনার। চা-বিরতির পর প্রথম বলেই তুলে নেন ডাকেটের উইকেট। এরপর তার বোলিংয়ের সামনে আর দাঁড়াতেই পারে নি ইংলিশরা।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ১৯ বছর ৫ দিন বয়সে অফ স্পিনার মেহেদি ম্যাচে ১০ উইকেট নিলেন। তাতে ইতিহাসের পঞ্চম সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড হয়েছে তার। বাংলাদেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট এ অফ-স্পিনারের।

টেস্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটাও বাংলাদেশের। বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ১৮ বছর ৪০ দিন বয়সে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। সেটি ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০ রানে ১২ উইকেট নিয়েছিলেন এনামুল। ম্যাচটা জিতে ইতিহাসের প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ।

ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ম্যাচে মেহেদির দশম শিকার। গ্যারি ব্যাল্যান্স ইনিংসে পঞ্চম শিকার। বয়সের হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড মেহেদীর আগে আছেন ওয়াকার ইউনিস (১৮ বছর ৩৩৬ দিন), এল সিভারামকৃষ্ণানি (১৮ বছর ৩৩৩ দিন), ওয়াসিম আকরাম (১৮ বছর ২৫১ দিন) ও এনামুল জুনিয়র।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন মেহেদি। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের রেকর্ড মেহেদি আগেই গড়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত