ক্রীড়া প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০১৬ ১৮:০০

শেষ ওভারে ৩ উইকেট নিয়ে খুলনা টাইটানসের রোমাঞ্চকর জয়

এবারের বিপিএলে দুটি দলই নতুন। দুই নতুন দলের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩৩ রান করতে পেরেছিল খুলনা টাইটাইন্স।

অল্প পুঁজি নিয়েই দিনশেষে রাজশাহী কিংসকে ৩ রানে হারালো মাহমুদুল্লাহ টাইটান্স । সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। ব্যাটিংয়ে ২১ বলে ৩২ রানের পর শেষ ওভারে ৩ উইকেট তোলে নেন রিয়াদ।


১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ২৪ রানেই ফিরে যান নুরুল, সাব্বির ও উমর আকমল। দুইবার জীবন পেয়ে এক প্রান্ত আগলে রেখে মুমিনুল হক এগিয়ে নেন রাজশাহীকে। ৫৭ বলে তাঁর ৬৪ রানের কল্যানেই খেলায় থাকে রাজশাহী। ড্যারেন স্যামী ৩২ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আউট হন। এক পর্যায়ে ৬ বলে ৭ রান দরকার দাঁড়ায় রাজশাহীর সামনে। তবে এক ওভারে ৩ উইকেট তোলে নিয়ে খুলনাকে জয় এনে দিয়ে ম্যাচ সেরা হন রিয়াদ।

এর আগে ওয়েসেলস ও রিয়াদের ৩২ রানের দুটি মাঝারি ইনিংসে ভর করে ১৩৩ রানের পুঁজি দাঁড় করায় খুলনা। রাজশাহীর আবুল হাসান রাজু নেন ৫ উইকেট।

আপনার মন্তব্য

আলোচিত