স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৬ ২১:২৩

সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করলেন শাহজাদ

মোহাম্মদ সামির বলে আউট হয়ে সাজঘরে ফেরার পথে কাণ্ডজ্ঞানহীন আচরণ করে বসলেন আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ড্রেসিংরুমে যাওয়ার পথে ব্যাট দিয়ে সাব্বিরের হাতে আঘাত করে বসেন রংপুরের এই ওপেনার।

সোমবার (২৮ নভেম্বর) রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মাঠে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ড্যারেন স্যামির নেতৃত্বে রাজশাহী কিংসের খেলোয়াড়রা পেছনে থেকে শাহজাদকে ডাকতে থাকেন। কিন্তু শাহজাদ ফিরেও তাকাননি। সোজা হেটে চলে যান ড্রেসিংরুমে।

ঘটনার সূত্রপাত হয় রাজশাহীর ইনিংসের সময়। সাব্বির তখন ব্যাট করতে ক্রিজে নেমেছেন। সাব্বির ব্যাটিংয়ে যাওয়ার পরই হয়ত উইকেটের পেছন থেকে কিছু একটা বলেছিলেন শাহজাদ। জবাব দিতে দেখা যায় সাব্বিরকেও।

এক পর্যায়ে ব্যাটিং ক্রিজ ছেড়ে উইকেটের পেছনে শাহজাদের দিকে এগিয়ে যান সাব্বির। মুখোমুখি হয়ে বিতণ্ডায় জড়ান দুজন। আম্পায়ার ছুটে এসেও আলাদা করতে পারছিলেন না দুজনকে। পরে রংপুরের সোহাগ গাজী এসে টেনে নিয়ে যান সাব্বিরকে। শাহজাদকে সরিয়ে নেন সতীর্থরা।

যার রেশ থাকে পরের ইনিংসেও। মোহাম্মদ সামির বলে ক্যাচ দিয়ে শাহজাদ আউট হয়ে ফেরার সময়ে পাশ দিয়েই সাব্বির সতীর্থদের দিকে ছুটে যাচ্ছিলেন উদযাপনে। টিভি রিপ্লেতে দেখা যায়, হাঁটতে হাঁটতেই ব্যাট বাড়িয়ে সাব্বিরের হাতে আঘাত করেন শাহজাদ। পরমুহূর্তেই আবার ‘শ্যাডো’ করার ভঙ্গিতে ব্যাট নাড়াতে থাকেন। হাতে আঘাত লাগার পর সেই জায়গা ধরে সাব্বির রহমান বসে পড়েন।

রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি সেদিকে এগিয়ে যান সতীর্থদের নিয়ে। মাঠ থেকেই চিৎকার করে বলতে থাকেন কিছু। পেছন ফিরে তাকিয়ে জবাব দেন শাহজাদও। সামি কী বলেছিলেন শাহজাদকে সে জাব দেন তিনি সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সামি জানান, শাহজাদের সঙ্গে কথা বলবেন তিনি।

“আমি ওকে বলতে যাচ্ছিলাম যে এসব পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। আমি ওকে চিনি। আমরা ভালো বন্ধু। একসঙ্গে পিএসএলে খেলব আমরা। সবসময়ই ভালে বন্ধু ছিলাম। তবে আমি বিশ্বাস করি, ম্যাচের পরিস্থিতি যাই হোক, ক্রিকেট মাঠে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।”

ক্রিকেট মাঠে এমন আচরণজনিত শৃংঙ্খলাভঙ্গের কারণে শাস্তি অবধারিত। আইসিসির নিয়মে সেটা স্পষ্টই বলা আছে। ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত দেবেন ম্যাচ রেফারি।।

আপনার মন্তব্য

আলোচিত