স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৬ ১২:২৭

শাপেকোয়েন্সের জন্য মাঠে নামছে ব্রাজিল-কলম্বিয়া

কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েন্সের ফুটবলারদের স্মরণে আগামী ২৫ জানুয়ারি একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও কলম্বিয়া।

সোমবার (১৯ ডিসেম্বর) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

সিবিএফ কো অর্ডিনেটর এদু গ্যাছপার বলেছেন, "নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এই ম্যাচটি আমরা আয়োজন করছি। আশা করি শাপেকোয়েন্সের নিহত ফুটবলারদের পরিবারকে যতটা সম্ভব আমরা সাহায্য করতে পারব।"

ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সঙ্গে আলোচনা করে ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচটি নিশ্চিত করে সিবিএফ। ২৫ জানুয়ারি ম্যাচ অনুষ্ঠিত হবে রিও ডে জেনেইরোর ইনগেনহো স্টেডিয়ামে। এই ম্যাচ থেকে অর্জিত অর্থ শাপেকোয়েন্স ফুটবল ক্লাবকে আবারো জেগে উঠতে ও বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলারদের পরিবারকে দেবে সিবিএফ।

উল্লেখ্য, কিছুদিন আগে আতলেতিকো নাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা ফাইনালে খেলতে বিমানে চড়েছিলেন শাপেকোয়েন্সের ফুটবলার, কোচ ও কর্মকর্তারা। কলম্বিয়ার মেদেলিন শহরের বাইরে আকাশেই জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় মোট ৭১ জন প্রাণ হারান, যাদের মধ্যে ১৯ জনই ছিলেন ফুটবলার।

আপনার মন্তব্য

আলোচিত