স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৬ ১৮:১৮

প্রথম শ্রেণীতে বাংলাদেশের সর্বাধিক শতক এখন তুষার ইমরানের

প্রথম শ্রেণীতে ১৯তম শতকের দেখা পেলেন অভিজ্ঞ তুষার ইমরান। এর মধ্যে দিয়ে দীর্ঘ পরিসরে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে বাংলাদেশের মধ্যে সর্বাধিক শতক হাঁকানোর রেকর্ড গড়লেন খুলনার এই ব্যাটসম্যান।

তুষারের রেকর্ডের দিনে শতক হাঁকিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হকও। এই দুজনের শতকে  বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথম ইনিংসে খুলনাকে ৩৭১ রানের বড় সংগ্রহ করেছে খুলনা। প্রথম ইনিংসে বরিশালকে ১৭১ রানে গুটিয়ে দেওয়া দলটি পেয়েছে ২০০ রানের লিড।

দ্বিতীয় দিন শেষে বরিশালের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। শাহরিয়ার নাফীস ৪ ও আবু সায়েম ৫ রানে ব্যাট করছেন।


সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ১৭১

খুলনা ১ম ইনিংস: ১০২ ওভারে ৩৭১ (মেহেদী ৫৭, হাসানুজ্জামান ২৩, এনামুল ১৩৬, তুষার ১০৮, মিঠুন ৫, জিয়া ৭, ইফতেখার ১০*, নাহিদুল ১, আশিকুর ০, বিশ্বনাথ ৪, আল আমিন ০; তৌহিদুল ১/৬৫, কবীর ০/৫৫, সালমান ২/৬৮, সোহাগ ০/৫৯, শাওন ১/৩৯, মনির ৬/৬৬, আল আমিন জুনিয়র ০/৪)

বরিশাল ২য় ইনিংস: ২.১ ওভারে ১০/০ (শাহরিয়ার ৪*, সায়েম ৫*; আল আমিন ০/৩, জিয়া ০/৭)

আপনার মন্তব্য

আলোচিত