ক্রীড়া প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৩

প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ড একাদশের কাছে হারল বাংলাদেশ

ওয়ানডে সিরিজ শুরু হবার আগে একমাত্র অফিসিয়াল প্রস্তুতিমুলক ওয়ানডে ম্যাচে নিউ জিল্যান্ড একাদশের সাথে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

ওয়েঙ্গেরিতে নিউ জিল্যান্ডের দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির সাথে প্রথম ব্যাট করে বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেটে ২৪৫ রান তুলেছিল মাশরাফির দল। জবাবে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

চোট থেকে ফিরে দীর্ঘ দিন পর এই ম্যাচে বল করা মোস্তাফিজ নিয়েছন ২ উইকেট, সাকিবের শিকার ৩টি। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন বিজে হর্ন। এছাড়া স্মিথও হাঁকান অর্ধশতক।

টস জেতা বাংলাদেশের ব্যাটং এর শুরুটা ভালো হয়নি। ১ রান করেই আউট হন তামিম ইকবাল। তবে সৌম্য সরকার ও ইমরুল কায়েস সে ধাক্কা সামাল দেন। ৩৬ রান করে ইমরুল আউট হলেও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আরেকটি জুটি গড়েন সৌম্য। অনেকদিন থেকে রান খরায় ভোগা এই বাঁহাতি চমৎকার ব্যাট করেও ৪০ রান করে আউট হয়ে যান। ৪৩ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন রিয়াদও। এরপর খানিকটা ছন্দপতন। তবে শেষটা সামাল দিয়ে দলকে লড়াইয়ে রাখেন মুশফিকুর রহিম। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান আসে তার ব্যাট থেকে।

আপনার মন্তব্য

আলোচিত