সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৬ ০৪:০৪

বাংলাদেশের সংগ্রহ ২৩৬

তামিম-ইমরুলের শতরানের উদ্বোধনী জুটির পর নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ করেছে ২৩৬ রান। হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ম্যাচ খেলতে নামা তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

নেলসনে সিরিজের ততৃীয় ওয়ানডেতে তামিমের হাফ সেঞ্চুরি ও ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ইনিংসে ৯ উইকেটে ২৩৬ রান করে টাইগাররা। ইমরুল কায়েস ও সোহান দুজনেই ৪৪ রান করে করেছেন।

এর আগে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রান আউটের হাত থেকে বেঁচে যান তামিম। এবারের নিউজিল্যান্ড সফরে দলকে প্রথম শতরানের উদ্বোধনী জুটি এনে দিয়ে ফিরেন ইমরুল কায়েস।

২২তম ওভারে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে ঝাঁপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন নিল ব্রুম। ৬২ বলে ৫টি চার ও এক ছয়ে ৪৪ রান করেন ইমরুল।

২৫তম ওভারে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। লেগ স্টাম্পের বাইরে পড়া বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেন সাব্বির রহমান। ১৪ বলে ১৯ রান করেন সাব্বির। দলীয় রান তখন ১২৭।

দলীয় ১৩৩ রানে তৃতীয় উইকেটের পতন হয়। গত দুই ম্যাচে রানের দেখা না পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ আজো ব্যর্থ হয়েছেন। টিম সাউদির বলে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে মাহমুদউল্লাহ। আজ মাত্র ৩ রান করেন এই ব্যাটসম্যান।

৩১তম ওভারে দলকে বিপদে ঠেলে দিয়ে ফিরে আসেন তামিম ইকবাল। নিশামের বলে উড়িয়ে মারতে গিয়ে ব্রুমের তালুবন্দী হন তামিম। ৮৮ বলে ৫৯ রান করেন বামহাতি ওপেনার।

তামিম বিদায় নেবার পর মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে এগোতে থাকেন সাকিব তবে বেশিক্ষণ টিকতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডারও। জিতেন প্যাটেলের বল ঠেলে দিয়েই রান নিতে গিয়ে উইকেটরক্ষক লুক রঞ্চির দারূন এক থ্রোয়ে আউট হন সাকিব। বাংলাদেশের রান তখন ১৬৮।

একই ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সৈকত। ৪০তম ওভারে কেন উইলিয়ামসনের বলে বোল্ড হন তানভীর। দ্রুত রান নিতে গিয়ে আউট হন মাশরাফিও।

শেষ পর্যন্ত উইকেটরকক্ষক সোহানের ব্যাটে ২৩৭ রানের সম্মানজক স্কোর গড়ে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত