স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৬ ২১:৪০

ভারতকে হটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ফুটবলে ছেলেরা ক্রমাগত ব্যর্থ হলেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মেয়েরা। শক্তিশালী ভারতীয় মেয়েদের রুখে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে উঠেছে সাবিনা-মার্জিয়ারা।

আগের ছয়বার ভারতের মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছিল বাংলাদেশ। গোলপার্থক্যে এগিয়ে থাকায় এবার তাই ড্রয়ের লক্ষ্যেই খেলতে নেমেছিল মেয়েরা। বছরের শেষ দিনে পাওয়া দারুণ এই সাফল্যে সেমি-ফাইনালে তারা পেয়েছে কাঙ্ক্ষিত প্রতিপক্ষ।

শনিবার (৩১ ডিসেম্বর) শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথমার্ধের পুরো সময় গোলের দেখা পায়নি স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় দু’দলকে।

সাফে ভারতকে রুখে দিল বাংলাদেশ/ছবি: সংগৃহীতসন্দেহাতীত ভাবেই শক্তিমত্তা ও মাঠের রণ কৌশলে ভারত এগিয়ে থাকায় আশা করা যাচ্ছিল দ্বিতীয়ার্ধে ঠিকই লাল-সবুজের জালে বল ঠেলে লিড নেবে। কিন্তু কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের গড়া রক্ষণে তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত হলে পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যায় সাফের সেমিফাইনালে।

সোমবার (২ জানুয়ারি) সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপের মেয়েরা।

আপনার মন্তব্য

আলোচিত