স্পোর্টস ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৭ ১৯:০২

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মুস্তাফিজ

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বাজে পারফরম্যান্স করলেও ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে আলো ছড়িয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। আর তাই নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে পৌঁছেছেন বাংলাদেশি এ পেসার।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে দারুণ পারফরম্যান্সের পরই পুরস্কার স্বরূপ বোলারদের র‌্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার।

এছাড়াও  ওয়ানডের বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে রয়েছেন সাকিব আল হাসান। তিনি আছেন ষষ্ঠ স্থানে। আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১৪তম স্থানে।

আর স্পিনার আরাফাত সানি ৫০, পেসার রুবেল হোসেন ৫৩, অলরাউন্ডার নাসির হোসেন ৬৬তম স্থানে রয়েছেন এবং পেসার তাসকিন আহমেদ আট ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন।

এদিকে সম্প্রতি আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মোস্তাফিজ। যা ছিল বাংলাদেশের প্রতিনিধিত্বে আইসিসি কর্তৃক প্রথম কোনো পুরস্কার। এছাড়া আইসিসির গড়া সেরা টি-টোয়েন্টি একাদশেও সুযোগ পান তিনি।

ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়ালেও দলীয়ভাবে হুমকিতেই রয়েছে বাংলাদেশ। ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯৫ রেটিং নিয়ে শুরু করা টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পয়েন্ট হারিয়েছে ৪টি।  বর্তমানে ৭ম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এরপরেই ৮৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাকিস্তান। তাই র‌্যাংকিংয়ে এগিয়ে আসার ‍সুযোগ থাকছে পাকিস্তানের। আর এই র‌্যাকিংয়ের ওপরই নির্ভর করবে স্বনিয়ন্ত্রিতভাবে কারা সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে। তবে এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৭ নম্বর র‍্যাংকিং ধরে রাখতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত