স্পোর্টস ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৭ ১০:২১

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার সাথে নাজেহাল হবার পর এই সিরিজ দিয়েই জয়ের ধারায় ফিরল পুনর্গঠিত অসী দল।

অসীদের ছুঁড়ে দেয়া ৪৬৫ রানের বিশাল টার্গেটের নিচে চাপা পড়ে ২৪৪ রানেই গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। এর আগে ব্রিসবেনে ৩৯ রানের জয়ের পর মেলবোর্নে ইনিংস ও ১৮ রানের ব্যবধানে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল স্টিভেন স্মিথের দল।

বাঁহাতি স্পিনার স্টিভ ওকেফে ও পেসার জস হেজেলহুডের বোলিংয়ে রান তাড়ায় কখনোই জুটি গড়তে পারেনি পাকিস্তান। এ দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। এছাড়া নাথান লায়ন দুটি ও মিচেল স্টার্ক পেয়েছেন ১ উইকেট। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪০ রান এসেছে শারজিল খানের ব্যাট থেকে।

প্রথম ইনিংসে তিন বড় সেঞ্চুরিতে ৫৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করার অসীরা। রেনশো ১৮৩, ওয়ার্নার ১১৩ ও হেন্ডসকব করেন ১১০ রান। জবাবে ইউনিস খানের ১৭৫ রানের ইনিংসের পরও ৩১৫ রান অলআউট হয় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৪২ রান তুলে ইনিংস ঘোষোণা করে পাকিস্তানের সামনে ৪৬৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল স্বগতিকরা।

আপনার মন্তব্য

আলোচিত