স্পোর্টস ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৭ ১১:৪৯

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি ২৭ রানে জিতে নিল স্বাগতিক নিউজিল্যান্ড।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিলেন তামিম-সৌম্য। ৪৪ রানের জুটি গড়তেই ছন্দপতন। ১৫ বলে ২৪ রানের ছোট্ট ঝড় তুলে ট্রেন্ট বোল্টের বলে গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন তামিম। এরপর ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৪২ রানে ক্যাচ তুলে দেন সৌম্য।

সৌম্যর বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। একটু পর ১৬ বলে ২ চারে ১৮ রান করে উইলিয়ামসনের বলে বোল্ড হয়ে যান সাব্বির রহমান। ব্যক্তিগত ১৮ রানে টিম সাউদির দ্বিতীয় শিকারে পরিণত হন মাহমুদ উল্লাহ রিয়াদ। ১২ রান করে ফিরে যান মোসাদ্দেক। সৌম্যর পর দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে ট্রেন্ট বোল্টের দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিব।

এর আগে বে ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন এবং কোরি অ্যান্ডারসনের ব্যাটিং তাণ্ডবে ১৯৪ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। যাতে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের 'অবদান' আছে। ৪১ রানের মধ্যে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নিলেও শেষ পর্যন্ত বড় রান আটকাতে পারেনি বাংলাদেশি বোলাররা। দুই ওপেনার মিলে ৩৪ রানের জুটি গড়ে ফেলে। তখনই মঞ্চে আবির্ভাব রুবেল হোসেনের। পঞ্চম ওভারে বল করতে এসেই তুলে নেন জোড়া উইকেট। ওভারের দ্বিতীয় বলে নিশামকে (১৫) এলবিডাব্লিউ এবং শেষ বলে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করলেন মুনরোকে (০)।

নিজের প্রথম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন। ইমরুল কায়েসের তালুবন্দি হন নতুন ব্যাটসম্যান হিসেবে আসা টম ব্রুস (৫)। এরপরই অ্যান্ডারসনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওপেন করতে নামা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় ১৩.৩ ওভারে ১০০ রান আসে নিউজিল্যান্ডের। ১৫তম ওভারে মাশরাফির বলে উইলিয়ামসনের সহজ ক্যাচ ছাড়েন সাকিব আল হাসান। যার মূল্য দিতে হয় পরের দুই বলে চার এবং ছক্কা দিয়ে!

এরপর সৌম্য সরকারের ৩ বলে পরপর ৩ ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করেন অ্যান্ডারসন। ১৮তম ওভারে মাশরাফি বলে ক্যাচ ছাড়েন তামিম ইকবাল। দ্বিতীয় বলের সময় একটি ক্যাচ নিতে গিয়ে ব্যথা পান মাশরাফি। সবাইকে উদ্বিগ্ন করে তাকে মাঠ ছাড়তে হয়। সেই ওভারটি শেষ করেন মোসাদ্দেক।

১৯তম ওভারে আবারও রুবেল হোসেনের আঘাত। এবার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৬০) সরাসরি বোল্ড করে দিয়ে তৃতীয় উইকেট শিকার করেন তিনি। এর আগেই চতুর্থ উইকেট জুটিতে রান এসেছে ১২৪। কোরি অ্যান্ডারসন অপরাজিত থাকেন ৪১ বলে ৯৪ রান করে।

আপনার মন্তব্য

আলোচিত