স্পোর্টস ডেস্ক

০৮ জানুয়ারি, ২০১৭ ১৪:০৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী দল ঘোষণা

কক্সবাজারে আর কয়দিন বাদে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

এ সিরিজ সামনে রেখে বেশ কিছুদিন ধরেই স্বাগতিক দলের প্রস্তুতি চলছে। শনিবার (৭ জানুয়ারি) রাতে এই সিরিজের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের দলটি ঘোষণা করে। এ দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান আয়শা রহমান শুকতারা।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি চারটি ম্যাচ হবে ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি।

এ সিরিজে অংশ নিতে ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশে এসে পৌঁছার কথা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী দল :

সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রুমানা আহমেদ, জাহানারা আলম, শারমিন আক্তার, ফারজানা হক, শায়লা শারমিন, নাহিদা আক্তার, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, রিতু মনি, সালমা খাতুন, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, লতা মণ্ডল ও নুজহাত তাসনিয়া টুম্পা।

আপনার মন্তব্য

আলোচিত