স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৭ ১১:৪২

দারুন জয়ে স্প্যানিশ লীগে দ্বিতীয় স্থানে বার্সা

বছরের প্রথম দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর গত সপ্তাহে কোপা দেল রে’তে জয়ের ধারায় ফিরেছিল বার্সেলোনা। তবে সেই জয়ও খুব মন ভরানো ছিল না। তাই সমর্থকদের সব আক্ষেপ ঘুচে দিলেন মেসিরা। ন্যু ক্যাম্পে লাস পালমাসকে ৫-০ গোলে উড়িয়ে সেভিয়াকে টপকে স্প্যানিশ লীগে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা।

কাতালানদের দারুন জয়ের নায়ক লুইজ সুয়ারেজ। উরুগুয়ে ফরোয়ার্ড করেছেন জোড়া গোল। টানা চতুর্থ ম্যাচে গোল পেয়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। বাকি দুটি গোল করেছেন আর্দা তুরান ও অ্যালেক্স ভিদাল। পাঁচ গোলের চারটিই হয়েছে দ্বিতীয়ার্ধে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে কাল বড় জয় পেয়েছে আর্সেনাল। গানাররা ৪-০-গোলে হারিয়েছে সোয়ানসিকে। চার গোলের দুটিই আত্মঘাতী। একটি করে গোল করেছেন গিরদ ও অ্যালেক্স সানচেজ। দিনের প্রথম ম্যাচে হ্যারি কেনের অনবদ্য হ্যাটট্রিকে ওয়েস্ট ব্রমকে ৪-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে আজ রয়েছে বিগ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল। ওল্ডট্রাফোর্ডে দেখা হবে দুই চির প্রতিদ্বন্দ্বীর।

গত অক্টোবরে অ্যানফিল্ডে দু’দলের শেষ ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছিল। লিভারপুল দুর্গ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেই তখন বর্তে গিয়েছিল ম্যানইউ। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। জুর্গেন ক্লপের লিভারপুলের বিপক্ষে আজ ফেভারিট হিসেবে নামবে হোসে মরিনহোর ম্যানইউ। সবমিলিয়ে টানা নয় ম্যাচ জিতে উড়ছে রেডডেভিলরা। অন্যদিকে নতুন বছরে এখনও জয়ের দেখা পায়নি লিভারপুল। শেষ দু’ম্যাচেই হোঁচট খেয়েছে অলরেডরা। আপাতত ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগের তিন নম্বরে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয়ে ম্যানইউ। ঘরের মাঠে আজ জিতলে শীর্ষ চারে ঢুকে যেতে পারে রেডডেভিলরা।

এএফপি।

আপনার মন্তব্য

আলোচিত