স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৭ ১৫:০৪

ভারত ও শ্রীলংকা সফরের প্রাথমিক দলে ডাক পেলেন নাসির

ভারত ও শ্রীলংকা সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ৩০ সদস্যের দলে জায়গা পেয়েছেন সম্প্রতি জাতীয় লীগে ডাবল সেঞ্চুরি হাঁকানো অলরাউন্ডার নাসির হোসেন।

প্রাথমিক দলের অন্যরা হলেন, আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, ইবাদত হোসেন, ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, মেহেদী হাসান সিদ্দিক, (মেহেদী মারুফ), মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, নাজমুল হোসাইন শান্ত, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, শুভাশীস রায়, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল খান ও তানভীর হায়দার খান।

নিউ জিল্যান্ড সফর শেষে দেশে ফিরে এক সপ্তাহ পর ফেব্রুয়ারিতে একমাত্র টেস্ট খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। এরপরই বাংলাদেশের শ্রীলংকা সফর। সেখানে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আপনার মন্তব্য

আলোচিত