স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৭ ১৬:০৫

শূন্য রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন সরফরাজ

কোনো রান না দিয়েই ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ঝাড়খণ্ডের চায়নাম্যান বোলার সরফরাজ আশরাফ। ক্রিকেটের ইতিহাসে ৩ ওভারে ০ রান দিয়ে ৬ উইকেট শিকারের রেকর্ড কারও নেই।

এর আগে ২০০৭ সালে কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছিলেন চিলো মারিয়ানস ক্রিকেট ক্লাবের দিনুকা হেত্তিয়ারাচ্চি। তিনি বল করেছিলেন মাত্র ৫টি।

এছাড়া, গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে রংপুর রাইডার্সের স্পিনার আরাফাত সানি কোনো রান না দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন।

কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টি২০ ম্যাচে ইয়ং পায়োনিয়ার সিসি দলের হয়ে ওই ম্যাচে হ্যাটট্রিকও করেন ঝাড়খণ্ডের এই স্পিনার। তার স্পিনে বিধ্বস্ত হয়ে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় মারকারা ইয়ুথ ক্লাব।

নিজের প্রথম ওভারেই পাঁচটি উইকেট তুলে নেন সরফরাজ। শেষ তিনটি বলে তিন উইকেট তুলে নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। শেষ পর্যন্ত সরফরাজের বোলিং স্পেল দাঁড়ায় ৩-৩-০-৬!

আপনার মন্তব্য

আলোচিত