স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০১৭ ১৪:১৮

গেইলকে ছেড়ে দিয়ে সাকিবকে ধরে রাখলো জ্যামাইকা

আইপিএলে বেশ কয়েক মৌসুম খেললেও তাঁকে কখনই ছাড়ার কথা ভাবেনি কলকাতা নাইট রাইডার্স। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও সাকিবকে ধরে রাখল গত আসরের চ্যাম্পিয়ন দল জ্যামাইকা তালাওয়াস। তবে দলের অন্যতম তারকা ক্রিস গেইলকে ছেড়ে দিয়েছে দলটি।

গত আসরে ১৩ ম্যাচে ১৬০ রান করার পাশাপশি ১২ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সঙ্গে আরেক ক্যারিবিয় হার্ডহিটার ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকে দলে ভিড়িয়েছে তারা।

সাকিবের দাম রয়েছে আগের মতোই। গত আসরে এক লাখ ১০ হাজার মার্কিন ডলারে তাঁকে দলে ভেড়ায় জ্যামাইকা। এবারও সাকিবের দাম সেটাই রয়ে গেছে।

গত আসরে সাকিবের দলে ছিলেন ক্যারিবিয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। তবে ডোপ পাপী প্রমাণিত হওয়ায় এবার রাসেলকে পাচ্ছে না জ্যামাইকা। তবে কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ সামির মতো তারকারা রয়েছেন সাকিবের দলে।

আইপিএলের নিলামের মতো সিপিএলের নিলামেও গুরুত্ব পেয়েছেন আফগান তারকা মোহাম্মদ নবী ও মোহাম্মদ রশীদ। ৯০ হাজার মার্কিন ডলার মূল্যে মোহাম্মদ নবীকে দলে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আর ৬০ হাজার মার্কিন ডলার মূল্যে রশীদ খান গেছেন গায়ানা ওয়ারিয়র্সে।

আপনার মন্তব্য

আলোচিত