স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০১৭ ১৬:১৩

তিন মোড়লের আধিপত্য সরাতে গিয়ে নিজেই সরলেন মনোহর

দায়িত্ব নেয়ার ৮ মাসের মাথায় পদত্যাগ করেছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। কারণটা ব্যক্তিগত- পদত্যাগের সময় সবাই তাই বলে। আড়ালের কারণ যে আরও বড়, তা অনুমান করতে পারেন ক্রিকেট সংশ্লিষ্ট সকলেই। আন্তর্জাতিক ক্রিকেটে ‘বিগ থ্রি’ কনসেপ্টের বিরুদ্ধে দাঁড়ানোতেই কি টিকতে পারলেন না তিনি?

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কাছে পাঠানো পদত্যাগপত্রে মনোহর লিখেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে। কিন্তু ব্যক্তিগত কারণে আগস্ট পর্যন্ত থাকতে পারছি না।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে আইসিসি নতুন একটি সিদ্ধান্ত নেয়। যাতে সব ক্রিকেট বোর্ডকে দেয়া অর্থনৈতিক সুবিধাতে আরও ভারসাম্য আনার প্রস্তাব ছিলো। এতে করে
আইসিসি থেকে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পাওয়া আয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছিলো। এ ব্যাপারে আগামি এপ্রিলে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। কিন্তু এর আগেই সরে গেলেন মনোহর।

এস শ্রীনিবাসনের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর মনোহর বলেছিলেন, ‘তিন বড় দেশের আইসিসি থেকে বেশি সুবিধা পাওয়া উচিত নয়। একটা প্রতিষ্ঠান কারো ব্যক্তি সম্পত্তি নয়।’

আপনার মন্তব্য

আলোচিত