ক্রীড়া প্রতিবেদক

১৬ মার্চ, ২০১৭ ১১:২৩

দিনের শুরুতেই সাকিবের আঘাত

দ্বিতীয় দিনের শুরুতে উইকেট নেওয়া খুব প্রয়োজনীয় ছিল বাংলাদেশের জন্য। সেই কাঙ্ক্ষিত উইকেটের তারা দেখা পেল দিনের ৮ নম্বর ওভারে গিয়ে। সাকিব আল হাসান তার ২৫তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের উইকেট নেন। স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার ক্যাচটি ধরেন। ৯২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৫০ রান।

প্রথম দিন মিরাজ-মোস্তাফিজরা হাসতে দেয়নি লঙ্কান ব্যাটসম্যানদের। দিন শেষে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা পড়ে ২৩৮ রান।

কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলনেতা রঙ্গনা হেরাথ।

শততম টেস্টের জন্য চার পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। দলে ফিরেন সাব্বির রহমান, ইমরুল কায়েস এবং তাইজুল ইসলাম। অভিষেক হল মোসাদ্দেক হোসেনের।

বাদ পড়েন মুমিনুল হক এবং তাসকিন আহমেদ। এছাড়া আগে থেকেই মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাসের না থাকাটা নিশ্চিত ছিল।

প্রসঙ্গত, গল টেস্টে রঙ্গনা হেরাথের বোলিং তোপে বাংলাদেশকে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারাল শীলঙ্কা। সে ম্যাচে হেরাথ একাই ৬টি উইকেট শিকার করেছেন। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত