স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ, ২০১৭ ০৯:০৩

পেনাল্টি থেকে গোল, বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা

লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। চিলিকে তারা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।

সপ্তম মিনিটে আর্জেন্টিনার জালে বল ঢুকলেও গোল হয়নি। আলেক্সিস সানচেসের ক্রসে জোসে ফুয়েনসালিদার হেডে চার্লস আরানগিসের গোল বাতিল হয় অফসাইডের কারণে।

প্রথমার্ধেই পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। এরপর চিলি আর কোনোভাবেই গোলশোধ করতে পারেনি। ম্যাচের ছমিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল প্রবেশ করিয়ে গোল উল্লাসে মেতে উঠলেও রেফারির অফসাইডের বাঁশি বেজে উঠে। ফলে গোল হতাশায় ডুবতে হয় চিলিয়ানদের।

ম্যাচের ১৫ মিনিটের মাথায় আনহেল দি মারিয়াকে ডিবক্সে বল এগিয়ে দেন সতীর্থ। কিন্তু ডিবক্স বাধাপ্রাপ্ত হন চিলির ফুয়েনজালিদার নিকট হতে। মারিয়াকে ডিবক্সের ভেতর ফুয়েনজালিদা ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর এ সুযোগে গোল করেন মেসি।

আর্জেন্টিনা ১-০ ব্যাবধান নিয়েই মেসির আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

২০১৮ বিশ্বকাপ মিশনে পয়েন্ট টেবিলে চিলিকে টপকে শীর্ষ চারে উঠে আসলো মেসির আর্জেন্টিনা।

 

আপনার মন্তব্য

আলোচিত