ক্রীড়া প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০১৭ ০০:১৫

আমি গর্বিত, সবাইকে ধন্যবাদ: মাশরাফি

ছবি: ফেসবুক থেকে

ছিলেন বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টিতে। জিতেছিলো বাংলাদেশ। হয়েছিলেন ম্যাচ সেরা। অধিনায়ক হয়েই জীবনের শেষ টি-টুয়েন্টিটা খেলে ফেললেন মাশরাফি বিন মুর্তজা। মাঝে ইনজুরিতে মিস করতে হয়েছে অনেক ম্যাচ।

২০০৬ থেকে ২০১৭ প্রায় ১১ বছরের মারকাটারি ফরম্যাটের সমাপতন ঘটল। শেষটায় এসে আবেগতাড়িত মাশরাফি গর্বের কথা শুনিয়েছেন, জানিয়েছেন ধন্যবাদ, "আমি গর্বিত এমন দলের অংশ হয়ে খেলছি। দারুণ উপভোগ করেছি। বিসিবিকে ধন্যবাদ আমাকে সুযোগ দেয়ার জন্য। আমার পরিবারকে ধন্যবাদ"

তিনি গেলেও এই ফরম্যাটে দল ভালো করবে বলে আশাবাদ, "এই অনুপ্রেরণার। আমরা এগোচ্ছি। আশা করব দল সামনে আরও ভালো শেপে চলে যাবে।"

শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টসের সময় আচমকা এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তবে খেলে যাবেন ওয়ানডে।

আপনার মন্তব্য

আলোচিত