স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৭ ১১:৫৩

বার্সেলোনার হয়ে ৫০০ তম গোলের সামনে মেসি

লিওনেল মেসি, বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ক্লাব ফুটবলকে সব দিয়েছেন তিনি, করে গেছেন একের পর এক গোল; করিয়েছেনও সতীর্থদের।

আর্জেন্টাইন এ সুপারস্টার এবার ক্লাব দল বার্সেলোনার হয়ে ৫০০তম গোলের সামনে। আর মাত্র ২ গোল করতে পারলে দুর্দান্ত এ অর্জন পুরবেন তিনি তার ঝুলিতে। বার্সার হয়ে মেসি এ পর্যন্ত করেছেন ৪৯৮ গোল।

বার্সেলোনার সিনিয়র দলে তার পথচলা শুরু ২০০৪-০৫ মৌসুমে । প্রায় এক যুগ ধরে ক্লাবটির হয়ে খেলছেন লিওনেল মেসি।

বার্সেলোনার হয়ে ইতোমধ্যে ৪৯৮টি গোল করে ফেলেছেন হালের অন্যতম সেরা এই ফুটবলার। রোববার (২৩ এপ্রিল) রাতে এল ক্ল্যাসিকোতে মাঠে নামবে বার্সা। এই ম্যাচে আর মাত্র দুটি গোল করতে পারলেই ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

রিয়ালের বিপক্ষে আজ অনন্য এই মাইলফলকটা স্পর্শ করতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামবেন তিনি। এখানে সবসময়ই দুর্দান্ত পারফর্ম করে থাকেন মেসি। এল ক্লাসিকোতে মেসির ২১ গোলের ১২টিই রিয়ালের মাঠে।

এর আগে স্প্যানিশ লা লিগায় ৩৪১ গোল করেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা ৯৪, কোপা দেল রেতে ৪৩, ইউরোপিয়ান সুপার কাপে ৩। স্প্যানিশ সুপার কাপে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ১২ বার, আর ক্লাব বিশ্বকাপে ৫ বার।

আপনার মন্তব্য

আলোচিত