১০ মে, ২০১৫ ১৩:৩১
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্য সবার মতো ক্রিকেটাররাও মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মা দিবসের শ্রদ্ধায় তারা মা’র ছবি আপ্লোড করে মা’র প্রতি ভালোবাসা জানিয়েছেন।
কাছে-দূরে যেখানেই আমরা থাকি, নানা ব্যস্ততায় অনেক সময় ভুলে যাই মায়ের খোঁজ নিতে। যে মমতাময়ী মা নিজের শত দুঃখ-কষ্টের মাঝেও সন্তানকে পরম আদরে মানুষ করেছেন, আজ সেই মানুষটিরই জন্যই একটু সময় বের করে দিলে তাদের খুশির অন্ত থাকে না।
ক্রিকেট মাঠের প্রতিযোগিতাকে পিছনে ফেলে ক্রিকেটারেরা মা দিবস মাকে সময় দিয়ে আর না দিতে পারলে ফেসবুকের অথবা ভিডিও বার্তা দিয়ে মায়ের মুখে এক মুঠো হাঁসি ফোটানোর চেষ্টা করেছেন।
মাশরাফি মর্তুজা, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আনামুল হক সহ আরও অনেকে তাদের ফেসবুক স্ট্যাটাস থেকে মাকে সম্মান জানানোর জন্য দিয়েছেন নিজেদের মায়েদের সাথে একটি করে ছবি অথবা ভিডিও বার্তা, আর মাকে জানিয়েছেন অন্তরের হৃদয়ের অন্তস্থল থেকে আকুল ভালোবাসা।
আপনার মন্তব্য