সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০১৫ ১২:০৬

ডিসেম্বরে বিপিএল’র তৃতীয় আসর!

সব কিছু ঠিকঠাক থাকলে দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে টি/২০ এর ঘরোয়া বানিজ্যিক আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এমন আভাসই মিলেছে আয়োজক কমিটির কাছ থেকে।
রোববার বিপিএলের কার্যকরী পরিষদের কয়েকজন সদস্য এ সংক্রান্ত এক আলোচনা-সভায় বসেছিলেন বলে জানা গেছে। ওই বৈঠকে তারা আগমী ডিসেম্বরের শুরুতে বিপিএলের তৃতীয় আসর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

বিপিএলের কার্যকরী পরিষদের প্রধান ও বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহা বলেন, ‘যদিও আজ (রোববার) বিপিএল গভর্নিংবডির কোনো সভা ছিল না। তবে আমরা কয়েকজন সদস্য নিজ উদ্যেগে বসেছিলাম। আমাদের আরও আগেই বসার কথা ছিল, কিন্তু পাকিস্তান সিরিজের কারণে আমরা সেভাবে বসার সুযোগ পায়নি। আগামী সপ্তাহে আমরা বিপিএলের কার্যকরী পরিষদের সভা করব। আজ  (রোববার) শুধু প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা ডিসেম্বরের শুরুতে বিপিএলের তৃতীয় আসর আয়োজনের চিন্তা ভাবনা করছি।’

বিপিএলের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেললেও দ্বিতীয় আসরে পিসিবির কারণে তাদের দেশের খেলোয়াড়রা খেলতে পারেনি। তাই বিপিএলে তৃতীয় আসরে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যাবে কিনা এ বিষয়ে আফজালুর রহমান সিনহা বলেন, ‘তৃতীয় আসরে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারবে। কারণ আমাদের পক্ষ  থেকে তাদের বিষয়ে  কোনো ধরনের নিষেধাজ্ঞা  নেই।’

তবে বিপিএল আয়োজনেরও সিদ্ধান্ত হলেও কিছু ব্যাপারে জটিলতা এখনও কাটেনি। ফিক্সিং এর কারনে বাতিল হওয়া ঢাকা গ্লাডিয়েটরের ফ্রাঞ্চাইজি নতুন করে নিলাম করতে হবে। নতুন ফ্রেঞ্চাইজি নিলাম হলে ঢাকা গ্লাডিয়টেরের মালিক পক্ষ আইনি জটিলতাও তৈরি করতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত