সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০১৭ ০৪:৩৬

জুভেন্টাসকে হারিয়ে রিয়ালের ইতিহাস

জুভেন্টাসের স্বপ্নভেঙে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।

শনিবার (৪ জুন) রাতে কার্ডিফে ইতালিয়ান জায়ান্টদের ৪-১ গোলে হারিয়ে ইউরোপ সেরার মুকুট জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। 

ম্যাচের প্রথমার্ধে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধের ঝলকে জুভদের উড়িয়ে দিয়েছে রিয়াল। জোড়াগোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, একটি করে গোল কাসেমিরো ও মার্কো আসেনসিওর। জুভেন্টাসের সান্ত্বনার গোলটি মারিও মানজুকিচের।

ম্যাচের ২০ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। এই গোলের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ফাইনালে গোলের রেকর্ড গড়েছেন সিআর সেভেন। আর চ্যাম্পিয়ন্স লিগ নাম নেয়ার পর রিয়াল গড়েছে প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ইতিহাসে ৫০০তম গোলের রেকর্ড।

ম্যাচের ২৭ মিনিটে মানজুকিচের গোলে রেসে ফেরে জুভেন্টাস। বুক দিয়ে বল নামিয়ে বাইসাইকেল কিকে দর্শনীয় গোলটি করেন এই জুভ তারকা। কিন্তু মধ্যবিরতির পর ফিরে ৬১ মিনিটে কাসেমিরোর গোলে আবারো এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পর রোনালদোর দ্বিতীয় গোলে শিরোপা থেকে ছিটকে যায় জুভরা।

পরে ৯০ মিনিটে মার্কো আসেনসিও জুভদের শেষ গোলে উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদ। ৮২ মিনিটে বদলি নামা এই উইঙ্গারের যেন উল্লাসের মাত্রাকে আরো এক ধাপ বাড়িয়ে দিলেন।

আপনার মন্তব্য

আলোচিত